ইতিহাস
শিক্ষাঙ্গণে পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক নাম নয় বরং একটি অতি প্রাচীন ও এতিহ্যবাহী বিদ্যাপীঠ । বৃটিশ আমলে যে স্বল্প সংখ্যাক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার পথকে প্রসারিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পাবনা জি.সি. ইনস্টিটিউশন ছিল তাদের মধো অন্যতম ।
যে মহান শিক্ষাব্রতীর প্রচেষ্টায় ১৮৯৪ সালের ১লা মার্চে এ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় তার নাম শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী । পাবনা শহরের প্রাণ কেন্দ্রে অথচ কোলাহল থেকে মুক্ত শান্ত সুন্দর ও মনোরম পরিবেশে “’পাবনা ইনস্টিটিউশন” নাম দিয়ে তিনি তার কার্যক্রম শুরু করেন । শুধু প্রতিষ্ঠাতাই নন তিনি ছিলেন এ ইনস্টিটিউশনের আজীবন প্রধান শিক্ষক । ১৯৩১ সনে তার মৃত্যুর পর তাঁরই নামানুসারে এ বিদ্যালয়ের নামকরণ করা হয় গোপাল চন্দ্র ইনস্টিটিউশন । তৎকালীন সময়ে পাবনা জেলায় উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান ছিল না । উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি তাঁর সুযোগ্য সহকর্মী ও স্থানীয় সুধীজনের সহযোগিতায় ১৮৯৮ সনের জুলাই মাসে ইনস্টিটিউশনের একটি কক্ষে কলেজ শিক্ষার দ্বার উদঘাটন করেন ।তিনি ছিলেন একাধারে প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষ ৷ পরবর্তীতে এডওয়ার্ড কলেজ নামকরণ করে কলেজ স্থানান্তরিত হয় । তাই বলা হয় পাবনা জি.সি. ইনস্টিটিউশন এডওয়ার্ড কলেজের সুতিকাগার ।
এ সু-দীর্ঘ সময়ে প্রতিষ্ঠান প্রত্যক্ষ করেছে ১৯৪৭ সনে এদেশ থেকে ব্রিটিশের বিদায়, ১৯৫২ সনের ভাষা আন্দোলন, ১৯৭১ সনের মুক্তিযুদ্ধ- আরও কত কি! একই সাথ অগণিত খ্যাতিমান মানুষ গড়েছে এ প্রতিঠানটি ।