গোপাল চন্দ্র ইনস্টিটিউশন পাবনাতে আপনাকে স্বাগতম
পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন পাবনা জেলা ও রাজশাহী বিভাগের অন্যতম এঁতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান । উনবিংশ শতকের শেষের দিকে পাবনা শহরে একমাত্র সরকারী বিদ্যালয় ব্যতীত অন্য কোন উচ্চ বিদ্যালয় না থাকায় বেসরকারীভাবে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং শিক্ষানুরাগী ব্যক্তিগণ এ বিষয়ে পরিকল্পনা করতে থাকেন । এ পরিকল্পনা বাস্তবে রূপায়িত হয় *পাবনা ইনস্টিটিউশন" স্থাপনের মাধ্যমে । যে মহান শিক্ষাব্রতীর প্রচেষ্টায় ১৮৯৪ সালের ১লা মার্চে এ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় তার নাম শ্রী গোপা-লচন্দ্র লাহিড়ী । এ বিদ্যালয়ে গোপালবাবুর নাম ওতপ্রোতভাবে জড়িত । তিনি ছিলেন এর প্রথম ও আজীবন প্রধান শিক্ষক । ১৯৩১ সালে তাঁর মৃত্যুর পর তাঁরই নামানুসারে এ বিদ্যালয়ের নামকরণ করা হয় গোপাল চন্দ্র ইনষ্টিটিউশন ।